এমবাপ্পেকে পিএসজিতে থাকার অনুরোধ মেসি-নেইমারের
ফুটবল তারকাদের আখড়া এখন যেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আক্রমণভাগে নেইমার, এমবাপ্পে, ডি-মারিয়া, ইকার্দিদের পাশে এ মৌসুমে নতুন করে ক্লাবটিতে যোগ দিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়াও রক্ষণভাগে নতুন করে নাম লিখিয়েছেন সার্জিও রামোস ও আশরাফ হাকিমি।
তবে এই নতুন আখড়ার আড়ালে শোনা যাচ্ছে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে পিএসজিতে। ক্লাবটিতে আর থাকতে মন চাইছে না কিলিয়ান এমবাপ্পের। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ নেই এই ফরাসি ফরোয়ার্ডের।
ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তে বলা হয়েছে, পিএসজিতে লিওনেল মেসির আগমনে বিরক্ত এমবাপ্পে। কারণ তিনি এখন আর পিএসজির মূল খেলোয়াড় নন। মেসির ছায়ায় ঢেকে ক্যারিয়ার এগিয়ে নিতে চান না এমবাপ্পে। তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি হবেন দলের প্রধান খেলোয়াড়।
সব মিলিয়ে ফরাসি বিশ্বকাপজয়ী এই ফুটবলার মানসিকভাবেই পিএসজি ছেড়েছেন বলতে গেলে। যদিও পিএসজি চাইছে মেসি-নেইমারের সঙ্গী হয়ে থাকুক এমবাপ্পে। তাকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয় ক্লাবটি।
পিএসজির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না।
এ নিয়ে মঙ্গলবার (১৭ আগস্ট) এমবাপ্পের প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে সেই বৈঠক।
অবশেষে বিষয়টিতে জড়িয়েছেন মেসি-নেইমার। তারা এমবাপ্পেকে অনুরোধ করেছেন, আরও একটি বছর যেন তিনি প্যারিসে থেকে যান।
তারা জানিয়েছেন, যেহেতু ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের। তবে মাঝপথে কোথাও না গিয়ে এ বছরটা পিএসজিতেই খেলুক এমবাপ্পে। এর পর যখন এমনিতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তখন না হয় অন্য ক্লাবে যাবেন।
সতীর্থদের সেই অনুরোধ এমবাপ্পে রাখবেন কি না তা নিশ্চিত না হওয়া গেলেও ইতোমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, এমবাপ্পে এই মৌসুমে ক্লাব ছাড়বেন না। আরও একটি মৌসুম তিনি প্যারিসে থাকবেন।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ তারকাকে দলে ভেড়াতে চাইছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যেকোনো মূল্যে এমবাপ্পেকে চায় ক্লাবটি।
এমন খবরে নড়েচড়ে বসেছে ইংলিশ ক্লাব লিভারপুলও। এমবাপ্পেকে দলে ভেড়াতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও। শুধু ইচ্ছার কথাই জানায়নি ক্লাবটি। এমবাপ্পেকে কিনতে ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা) প্রস্তাবও দিয়েছেন ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
এস