আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

চতুর্থ ধাপে (১৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত নরসিংদী পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশ নেয়া পাঁচ কাউন্সিলর প্রার্থী। একই সাথে আবারও ভোট গ্রহণেরও আবেদন জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে শহরের ডিসি রোডস্থ ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামাল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে পরাজিত প্রার্থী ও ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামাল মোল্লা বলেন, ১৪ ফেব্রুয়ারী নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডে ভোটের নামে যে নৈরাজ্য হয়েছে তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

এসময় তিনি জানান, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার এবং এ ওয়ার্ডের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। আশানুরূপ বিচার না হলে আদালতে মামলা করা হবে বলেও জানান তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন