তিন দাবিতে রোববার ঢাবি ভিসি অফিস ঘেরাও কর্মসূচি
তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কর্মসূচির ঘোষণা দেন।
পোস্টে তিনি জানান, মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল নামকরণসহ জুলাই গণহত্যার সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও জানান, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেবেন।
এমএ//