জাতীয়

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর একই দিনে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক আরেকটি সভায় বসবেন সিইসি। সভাগুলোতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন