আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে আরও দুই গণমাধ্যম কর্মীকে গ্রেপ্তার

মিয়ানমারে আরও দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

টিবিএসনিউজ জানায়, মিয়ানমারে গণমাধ্যম কর্মীদের উপর চলমান অভিযানের অংশ হিসেবে মার্কিন রেডিও ভয়েস অব আমেরিকার ভাষ্যকার ও স্থানীয় একটি সংবাদপত্রের কলামিস্ট সিথু অং মিন্ট এবং ব্রিটিশ গণমাধ্যম বিবিসির স্থানীয় প্রতিনিধি থেত থেত খাইনকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে ভুল তথ্য প্রচার ছড়ানো, জান্তা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ দেখিয়ে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, তারা মিয়ানমারের ছায়া সরকারের সহযোগী ছিল বলেও উল্লেখ করা হয়।

এদিকে, দুই সাংবাদিককে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে তথ্যের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টাস উইদাউট বর্ডারস-আরএসএফ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন