সৌদি আরবে আইন লঙ্ঘনে ১৯ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার
সৌদী আরবের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৯ হাজার ৫৭৬ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২ হাজার ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ১৫৪ জনকে।
এছাড়া শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য ২ হাজার ৯১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টার অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে।
এসএইচ//