সৌদী আরবে দু’জনের মৃত্যুদন্ড কার্যকর
ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করা দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রোববার (০৯ নভেম্বর) সৌদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দন্ডিতরা ধর্মীয় নিরাপত্তা স্থাপনা এবং নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিলেন।
গেল এক দশকে মধ্যপ্রাচ্যে মাদক সংক্রান্ত অপরাধের জন্য সৌদি আরবে অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দন্ডিতদের বেশিরভাগই বিদেশি নাগরিক।
বিশ্বের অন্যতম বৃহৎ মৃত্যুদণ্ড বাস্তবায়নকারী দেশ সৌদি আরব এ বছর ২৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে গেল আগস্টে একদিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তাদের মধ্যে সন্ত্রাসী তৎপরতায় জড়িত দুই সৌদি নাগরিক এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১৫ জনের মধ্যে বেশীরভাগই বিদেশী নাগরিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত দশকে সৌদী আরবে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে প্রায় ৬০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দন্ডিতদের চার ভাগের তিন ভাগই পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া এবং মিশরের মতো দেশগুলোর নাগরিক।