দেশের চলমান সব সংকট নাটকের অংশ : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ,সাধারণ মানুষ এত কিছু বোঝে না,তারা শুধু ভোট দিতে চায়।’
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়। এ কারণে সাধারণ মানুষের কষ্ট বোঝে না। কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পায় না, শাকসবজির দাম পায় না। হিমাগারে আলু অবিক্রিত পড়ে রয়েছে। ফসল আবাদের জন্য কৃষক প্রয়োজনীয় সার পায় না। বিএনপি ক্ষমতায় গেলে সমস্ত সমস্যার সমাধান করা হবে।’
তিনি বলেন, ‘গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কী আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না ৷ এসব বোঝে শিক্ষিত মানুষেরা। আমরা সব সংস্কারে রাজি আছি। যা রাজি হবো না তা সংসদে গিয়ে পাস হবে।’
তিনি আরও বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল,বেগম খালেদা জিয়ার দল। বিএনপি কথা ও কাজে বিশ্বাস করে, মুনাফিকিতে বিশ্বাস করে না। ২০২৪ সালের ৫ আগস্ট গণহত্যা হয়েছে। ১৯৭১ সালেও গণহত্যা হয়েছিল। দুইটির মধ্যে পার্থক্য হলো- একাত্তরে পাকিস্তানিরা এদেশের কিছু লোক নিয়ে গণহত্যা চালিয়েছিল। এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে গণহত্যা চালিয়েছে।
এ বিএনপি নেতা ভোট প্রার্থনা করে বলেন, ‘দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। সামনের বার নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।’
আই/এ