সাদুল্যাপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্যাপুর ট্রলির ধাক্কায় আব্দুল কাইয়ুম মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আব্দুল কাইয়ুম মিয়া বড় জামালপুর গ্রামের মিলন মিয়ার ছেলে।
সোমবার (২৩ অগাস্ট) দুপুরে জামালপুর বাজারের পাশে সাদুল্যাপুর-মীরপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে খেলার সময় মালবাহি ট্রলিটি শিশু আব্দুল কাইয়ুম মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল বিষয়টি নিশ্চত করছেন।
মুনিয়া