আর্কাইভ থেকে দেশজুড়ে

নওগাঁয় দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁ নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকা উত্তরবঙ্গে অবধৈ অস্ত্রের সবচেয়ে বড় চালানসহ থেকে ২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ৬টি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক কর্ণেল জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৫টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলিসহ মোঃ হৃদয় (২৭), মোঃ শিশির (২০) নামে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল।

তিনি জানান, অস্ত্রগুলো মূলত তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে কিনে অটোরিক্সা করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ থেকে বগুড়া নিয়ে যেতো বলে গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীরা স্বীকার করেছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন