আর্কাইভ থেকে ফুটবল

মেসি পিএসজিতে যাওয়ায় আর্থিক লাভ বাস্কেটবল তারকার

একেই হয়তো বলে কপাল খুলে যাওয়া! মানে হলো, সম্প্রতি বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে লিওনেল মেসিকে নিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে পিএসজি। নতুন ক্লাবের হয়ে মেসি এখনও মাঠে না নামলেও তাকে নেয়ার সুফল পাচ্ছে প্যারিসের শীর্ষ ক্লাবটি। তাদের আর্থিক লাভের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এই লাভের সুফল পাচ্ছেন আর একজনও, যার সঙ্গে এই খেলাটার কোনো সম্পর্কই নেই! তিনি আমেরিকার বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান।

মেসির কল্যাণেই এই মাইকেল জর্ডান এখন দুই হাতে টাকা কামাচ্ছেন। কিন্তু কীভাবে? পিএসজির জার্সি থেকে ট্রেনিং কিট, সবকিছুতেই 'জাম্পম্যান' লোগো থাকে, যা জর্ডানের ফ্যাশন সংস্থা 'এয়ার জর্ডান'-এর অন্তর্গত। পিএসজির জার্সি নাইকি তৈরি করলেও ক্লাবটির কিট বিক্রি হয় জর্ডানের সংস্থার মাধ্যমে। নেইমার পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই ক্লাবটির সঙ্গে জর্ডানের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

আর্জেন্টিনার এক শীর্ষ ওয়েবসাইটের দাবি করেছে, মেসি আসায় জর্ডানের আয় এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে। পিএসজির জার্সি বিক্রি থেকে ৫ শতাংশ লাভ পায় জর্ডানের সংস্থা। পিএসজির দোকানে এখন মেসির জার্সি বিক্রি হচ্ছে ১৬২ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮৭ টাকা প্রায়। সেই ওয়েবসাইট বলছে, মেসির জার্সি বিক্রি বাবদ গত কয়েক দিনে ৭ মিলিয়ন ডলার আয় করেছেন জর্ডান। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন