খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০ অক্টোবর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানার আট মামলাসহ ১১ মামলার শুনানির জন্য আগামী ২০ অক্টোবর তারিখ ধার্য করেছেন, আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন।
গত ১০ আগস্ট এ ১১ মামলা শুনানির জন্য ধার্য ছিল। তবে করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন। সম্প্রতি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় মামলাগুলোর শুনানি হয়নি। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক আবারও নতুন করে এ তারিখ ধার্য করেন।
মামলাগুলোর হলো রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।