বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার দল ঘোষণা
কাতার বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচের জন্য, ৩০ সদস্যের পাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
দুই বছর পর ফিরেছেন জুভেন্টাস প্লে-মেকার পাওলো দিবালা। বাদ পড়েছেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া সার্জিও আগুয়েরো। কোপা আমেরিকায় আর্জেন্টিনা স্কোয়াডের ২৮ খেলোয়াড়ের মধ্যে, আর জায়গা হয়নি গোলরক্ষক অগাস্টিন মার্চেসিনের। তার জায়গা নিয়েছেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুই। দিবালার পাশাপাশি ডাক পেয়েছেন- এমিলিয়ানো বুয়েনদিয়া ও হুয়ান ফয়েত।
এছাড়া ডি মারিয়াসহ সবাই আছেন স্কোয়াডে। লিওনেল স্ক্যালোনির কোচিংয়ে, তেসরা সেপ্টেম্বর ভেনেজুয়েলা, ছয়ই সেপ্টেম্বর ব্রাজিল ও ১০ই সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে, মেসি বাহিনী।