আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু সাড়ে সাত হাজারের বেশি

বিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে সাড়ে সাত হাজারের বেশি মানুষ। একই সময়ে শনাক্ত হয়েছে পাঁচ লাখ সাড়ে এগারো হাজারের বেশি। বিশ্বজুড়ে একদিনে করোনামুক্ত হয়েছে পাঁচ লাখ ৬৫ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ‌্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যুতে এখনো শীর্ষে ইন্দোনেশিয়া। তবে টানা ৪০ দিন পর হাজারের নিচে মৃত্যু দেখলো এশিয়ার দেশটি। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে সাড়ে আট শ’র মতো মানুষ। আর একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে নয় হাজারের ওপর।

মৃত্যুর দিক থেকে এরপরের অবস্থান রাশিয়ার। সোমবার দেশটিতে করোনায় মারা গেছে ৭৭৬ জন। আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৭৬ জন।

এদিন তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে করোনায় একদিনে মারা গেছে ৬১০ জন। এসময় ভাইরাসের উপস্থিতি মিললো ৩৮ হাজার ৬৫৭ জনের শরীরে।

এছাড়াও সোমবার করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছে ৩৭০ জন। এই সংখ্যা আড়াই শ’ ভারতে।

এদিকে শনাক্তের দিক দিয়ে সোমবারও শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। এদিন নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ৮৭ হাজারের বেশি মানুষ। একদিনে মারা গেছে সাড়ে তিন শ’ জনের ওপর।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে ৪৪ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখের বেশি। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে বিশ্বের ১৯ কোটি সাড়ে আট লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন