আর্কাইভ থেকে এশিয়া

দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহের বেশি সময় পর আফগানিস্তানে নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। দেশটির বৃহত্তম বেসরকারি সংবাদমাধ্যম পাঝওক-এর উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইবরাহিম। আর গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পেয়েছেন তালেবান নেতা নাজিবুল্লাহ। এছাড়া কাবুলের প্রাদেশিক গভর্নরের দায়িত্ব পেয়েছেন মোল্লাহ শিরিন এবং রাজধানী শহর কাবুলের মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এর মধ্যে দেশটির বেশিরভাগ এলাকার দখল নিয়েছে তালেবান। ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় আছে গোষ্ঠীটি।

১০. কাবুলে ইউক্রেনের উড়োজাহাজ ছিনতাই; নেওয়া হলো ইরানের দিকে

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ছিনতাই হয়েছে ইউক্রেনের একটি উড়োজাহাজ। এ কথা স্বীকার করেছে দেশটির সরকার। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন।

উপ-পররাষ্ট্রমন্ত্রীর উদ্বৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নিতে গেল রোববার কাবুলে নেমেছিল ইউক্রেনের উড়োজাহাজটি। সেখান থেকেই মঙ্গলবার তা জোর করে ইরানে উড়িয়ে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।

তিনি আরো বলেন, উড়োজাহাজটিকে ইরানে নেওয়ার খবর পাওয়ার পর দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, গেল রোববার আমাদের একটি উড়োজাহাজ অপহরণ করা হয়েছে। মঙ্গলবার একে চুরি করা হয়। ইউক্রেনের বাসিন্দাদের উদ্ধার করার বদলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নিয়ে উড়োজাহাজটি ইরানের দিকে উড়ে যায়। তারপর আরও তিনটি উড়োজাহাজেও আমরা উদ্ধার কাজ চালাতে পারেনি। কারণ আমাদের দেশের মানুষকে কাবুল বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন