হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ সাড়ে তিন মাস পর আবারও কম শুল্কে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলির রিত্তিক এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালগুলো আমদানি করেছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে চালের চাহিদা থাকার কারণে কাস্টমসের সকল প্রকিয়া সম্পর্ণ করে দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সরকার দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এরপর আমদানিকারকরা খাদ্য মন্ত্রণালয়ে চাল আমদানির জন্য আবেদন করেন। গত ১৭ আগস্ট আমরা চাল আমদানির অনুমতি পাওয়ায় ভারত থেকে চাল আমদানির জন্য প্রস্তুতি শুরু হয়।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, আমদানিকারকরা ২৫ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন। আজ ২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শুল্কায়ন করা মাত্রই আমরা চালগুলো খালাসের অনুমতি দিয়ে দিচ্ছি।
মুনিয়া