ধারণার চেয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখে ঘরে ফিরেছে আফগানরা
আফগানিস্তানের পরিস্থিতি ধারণার চেয়ে স্বাভাবিক দেখে বাড়ি ফিরে গেছে হাজার হাজার আফগান। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন ন্যাটোর একজন কূটনীতিক।
তবে রয়টার্স জানিয়েছে, প্রত্যন্ত জেলাগুলো থেকে পাওয়া নিরাপত্তা ও গোয়েন্দা প্রতিবেদন সংখ্যায় অপ্রতুল বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক। তিনি বলেন, আগামী ৩১ আগস্টের সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, আজ বাদে আর মাত্র সাত দিন বাকি। যুক্তরাষ্ট্র, আফগান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনা অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর সব সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
১৫ আগস্ট তালেবান কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৮ হাজার মানুষকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনা এখনও কাবুলে রয়েছে বলেও জানান তিনি। ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশের সেনারাও কাবুলে রয়েছে।
তালেবানের ক্ষমতায় ফেরার পর থেকে দেশত্যাগের জন্য কাবুল বিমানবন্দরে ভিড় জমাচ্ছে বহু আফগান। তাদের বেশিরভাগই টানা দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনাদের সঙ্গে বিভিন্ন কাজে জড়িত ছিল।
এসএন