আর্কাইভ থেকে দেশজুড়ে

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি  ওয়ার্কশপের ঘর ও বসতবাড়ী  পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে  জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে মমিনুর রহমানের বাড়ির লোকজন তার ওয়ার্কশপের ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে বাজারের লোকজন এগিয়ে এসে দেখতে পায় আগুন ওয়ার্কশপের দোকান ও বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে।

লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে ঘন্টাব‍্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দোকানের মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন বাড়ি ও দোকান এক সাথে হওয়ায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করি। বিদ‍্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে  বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন