আর্কাইভ থেকে জাতীয়

সারাদেশে বৃষ্টির আভাস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বেশকিছু এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 

বুধবার (২৫ আগস্ট) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।  

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকার আকাশ আজ সারাদিন মেঘলা থাকবে। সেই সঙ্গে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বৃষ্টির আশঙ্কা কম।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ যায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ৫ দিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন