আর্কাইভ থেকে এশিয়া

কাবুল বিমানবন্দরে হাসপাতাল বন্ধ করে দিচ্ছে নরওয়ে

নরওয়ের সেনাবাহিনী আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে থাকা ফিল্ড হাসপাতাল বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে এটি বন্ধ করে দেয়া হবে। কাবুলের খারাপ নিরাপত্তা পরিস্থিতির কারণেই হাসপাতালটি বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।  

হাসপাতালটি ন্যাটো বাহিনীর সেবার জন্যই খোলা হয়েছিল। তবে এ বছরই এটি বন্ধ করে দিতে হচ্ছে।

এদিকে আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সে অনুযায়ী পেন্টাগন জানিয়েছে, তারা ডেডলাইনের মধ্যেই নিজেদের সেনা সরিয়ে নেবে। অবশ্য এর আগেই বিদেশি সেনাদের ডেডলাইনের মধ্যে সরিয়ে নিতে হুশিয়ারি দিয়েছে তালেবান।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন