চ্যাম্পিয়ন্স লিগ খেলা হলো না বসুন্ধরার
কাছে গিয়েও নকআউট পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ভারতের এটিকে মোহনবাগানের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে। বিরতির আগে সুশান্ত ত্রিপুরার লাল কার্ড ব্যাকফুটে ঠেলে দেয় কিংসদের।
রাউল বেসেরা, রবসন রবিনিও, জনাথন ফার্নান্দেজের সম্মিলিত আক্রমণ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই মোহনবাগান রক্ষণে কাঁপন ধরায় বসুন্ধরা কিংস।
প্রথমার্ধে পশ্চিমবঙ্গের দলটির সাথে বেশ কবারই দেখা গেছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের এমন রুদ্রমূর্তি।
যার সুফল মিলেছে ২৮ মিনিটে। প্রতিপক্ষ রক্ষণকে রীতিমতো বোকা বানিয়ে কিংসকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফার্নান্দেজ। এএফসি কাপে দ্বিতীয় গোল তার।
এরপরও সমানে সমান লড়াই হয়েছে। কিন্তু বিপত্তিটা বাধে বিরতির ঠিক আগে। লাল কার্ড দেখেন বসুন্ধরা ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। ইনজুরি কাটিয়ে ফিরলেও, চলে গেলেন ছেলেমানুষি ফাউলে। ম্যাচে এক লালের সাথে ৫ হলুদ কার্ড দেখেছেন কিংস ফুটবলাররা।
১০ জনে পরিণত হওয়ার নেতিবাচক প্রভাব টের পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর আরও আক্রমণাত্মক এটিকে মোহনবাগান। বসুন্ধরা যে একেবারে সুযোগ তৈরি করতে পারেনি, তা নয়।
কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আর কতক্ষণ জাল অক্ষত রাখা যায়? তাও আবার একজন কম নিয়ে। ৬২ মিনিটে অস্ট্রেলিয়ান ডেভিড জোয়েল উইলিয়ামস সমতায় ফেরান মোহনবাগানকে।
শেষ ক্ষণে দুদলই পাল্টাপাল্টি সুযোগ তৈরি করেছে। বসুন্ধরার ভাগ্য বিপর্যয় গোলবারে লেগে বল ফেরায়। শেষ পর্যন্ত ড্র-ই ম্যাচের পরিণতি।
তাই ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি মোহনবাগানের। ২০১৮তে বেঙ্গালুরুর পর আঞ্চলিক সেমিফাইনালে আবারও ভারতীয় ক্লাব।
আর ঘরোয়া লিগে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস এএফসি কাপে দেখলো কঠিন বাস্তবতা।
এস