করোনা আক্রান্ত পাকিস্তানের মিসবাহ উল হক
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবারই শেষ হয়েছে পাক-উইন্ডিজ সিরিজ। এরপর দেশে ফেরার কথা ছিল পুরো পাকিস্তান দলের। কিন্তু এর মধ্যেই দলটির জন্য দুঃসংবাদ নিয়ে এলেন কোচ মিসবাহ উল হক। জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন দলটির কোচ ও সাবেক অধিনায়ক।
বুধবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও মিসবাহের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই।
চারটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলে বুধবার পাকিস্তান দল রওয়ানা করলেও দলের সঙ্গে ফিরতে পারবেন না কোচ মিসবাহ। আপাতত তাকে জ্যামাইকাতে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে। এই সময়ে দুইবার কোভিড টেস্ট করে ফল নেগেটিভ আসলে তবেই ফিরতে পারবেন দেশে।
সফরে চার ম্যাচের টি-টোয়েন্টির মাত্র একটিতেই ফল এসেছিল। যেখানে সফরকারীরা জয় পায় সাত রানে। দুই টেস্টের প্রথমটিতে হেরে যায় পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরায় বাবর আজমের দল। এখন কোচকে ছাড়াই দেশে ফিরতে হচ্ছে তাদের।
এস