টিফিনবক্স থেকে বেরিয়ে এল ভরি ভরি স্বর্ণ
ঝিনাইদহে পাচারের সময় ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ ফয়সাল আহমেদ নামের এক ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুইটি টিফিনবক্স থেকে ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা।
আটক ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহর ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহ হলে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করে দুইটি প্লাস্টিকের টিফিনবক্স উদ্ধার করা হয়। সেই টিফিনবক্সে লুকানো ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছ।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।