আর্কাইভ থেকে বাংলাদেশ

লইসকা বিলে ট্রলারডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক জানান, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে। এ ছাড়া আহতদের চিকিৎসা দেয়া হবে। 

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে বিজয়নগর উপজেলার লইসকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন