আর্কাইভ থেকে ফুটবল

সব জল্পনার অবসান ঘটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরল

শেষ হয়েছে এবারের মৌসুমে দলবদলের নাটক। গত কয়েক ঘণ্টা নিশ্চয়ই মনে থাকবে ফুটবলপ্রেমীদের। জুভেন্টাস ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো, এটা নিশ্চিত ছিল আগে থেকেই। কিন্তু কোথায় যাবেন তিনি? তা নিয়ে ছিল শঙ্কা। শোনা যাচ্ছিল বেশ কিছু গুঞ্জন। কখনো ম্যানচেস্টার সিটি, কখনো রোনালদোর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

অবশেষে অবসান হয়েছে সবকিছুর। নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেই যাচ্ছেন রোনালদো। জুভেন্টাস থেকে তাকে নিজেদের দলে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইতালির তুরিন ছেড়েছেন রোনালদো। বিদায় বলেছেন জুভেন্টাসের সতীর্থদেরও। এখন কেবল ম্যানচেস্টারে ফিরে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও স্বাস্থ্য পরীক্ষা বাকি তার। 

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, ‘রোনালদোকে দলে ভেড়াতে ম্যান ইউর খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যা প্রায় ২০০ কোটি।’

রোনালদোর জুভেন্টাস ছাড়ার পর থেকেই তাকে দলে ভেড়ানোর দৌড়ে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির নাম।

কিন্তু হুট করেই হয় বাঁক বদল। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার শোলশার জানান, রোনালদোর জন্য আগ্রহী তারাও। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই রোনালদোর অ্যাজেন্ট জর্জে মেন্ডিজের সঙ্গে সব আলাপ শেষ করল ম্যান ইউ। পর্তুগিজ তারকাকে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণাও দিলো তারা। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন