আর্কাইভ থেকে জাতীয়

সুস্থ হয়ে বাসায় বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

শনিবার (২৮ আগস্ট) তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি এখন সুস্থ আছেন।

গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ায় পর  রাত প্রায় দেড়টার দিকে তোয়াব খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তোয়াব খান ১৯৫৫ সালে দৈনিক সংবাদ পত্রিকায় কাজ শুরু করেন। ১৯৬১ সালে তিনি এর বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পান এবং ১৯৬৪ সাল পর্যন্ত কাজ করেন। ১৯৬৪ থেকে ১৯৭২ পর্যন্ত বার্তা সম্পাদক হিসেবে দৈনিক পাকিস্তানে কাজ করেন। ১৯৭২ সালে দৈনিক বাংলা পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত খান রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন।

এছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।

সাংবাদিকতায় অন্যন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৬ সালে তাকে একুশে পদক প্রদান করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন