আর্কাইভ থেকে বাংলাদেশ

পল্লবীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ আরো ১ জনের মৃত্যু

রাজধানীর পল্লবীতে ১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাড়ির নিচে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ নারী রেনু বেগম (৩৫) মারা গেছেন।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগুনে তাঁর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন মৃত্যুর কথা জানান।  

গেল ২৫ আগস্ট দিবাগত রাতে বিকট শব্দে এই বিস্ফোরেণের ঘটনা ঘটে। বাড়িটির মালিক রফিকুল ইসলাম জানান, বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুই দিন আগে সেই লিকেজ ঠিক করা হয়। কিন্তু বুধবার রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজ হয়। এতে নিচতলায় আগুন ধরে গেলে সাতজন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

জানা যায়, ওই বাড়িতে কয়েক দিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিলেন। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি দুইজন এখনো চিকিৎসাধীন। 

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন