আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জয়ন্ত কুমার চন্দ্র (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৩ এর অভিযানে ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের কাছে ১শ' ১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন জয়ন্ত কুমার চন্দ্র। এ ঘটনায় র্যাব -১৩ এর তৎকালীন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার জয়ন্ত কুমার চন্দ্র পরবর্তীতে জামিনে কারামুক্ত হন। দীর্ঘ চার বছর বিচারকার্য শেষে বুধবার জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। পাশাপাশি আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামসুল হক সরকার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আব্রাহাম লিংকন।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণাকালে আসামি জয়ন্ত কুমার চন্দ্র কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালত আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন