দারুস সালাম থেকে পাঁচ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আকতার।
তিনি জানান, এই চক্রটি ভারত থেকে ২৮ হাজার টাকায় অস্ত্র কিনে আনতো। এরপর অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে এনে সর্বোচ্চ ৮০ হাজার টাকায় বিক্রি করতো। ২০১৪ সাল থেকে অস্ত্র ব্যবসা করে আসছিলো চক্রটি। অস্ত্রের পাশাপাশি চক্রটি মাদকের ব্যবসায় জড়িত ছিলো। অভিযানে উদ্ধার হয় ৮টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১৬টি ম্যাগাজিন এবং একটি প্রাইভেট গাড়ি।