নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা পেলেন ১০ জন শিল্পী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার করোনা কালীন আর্থিক সহায়তা পেলেন ১০ জন গরীব, অসহায় ও দু:স্থ শিল্পী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে তাদের প্রত্যেকের হাতে আড়াই হাজার টাকা করে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারি নিহার রঞ্জন ব্যানার্জীসহ আরও অনেকে।
মুনিয়া