বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু, আহত ৩
কক্সবাজারের উখিয়ায় বজ্রপাতে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
বুধবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/১০৪ সাব ব্লকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ক্যাম্প-৮ এর বাসিন্দা মো. হারেস ও ক্যাম্প ২ এর বাসিন্দা নাজমুল হাসান।
গুরুতর আহত মোহাম্মদ সালাম ও তার দুই কন্যাকে ক্যাম্প-৮ ওয়েস্ট এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক জানিয়েছেন, নিহতরা মোহাম্মদ সালামের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আকস্মিক বজ্রপাতে তাদের অকাল মৃত্যু হয়েছে।
এমএম/