সাভারে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার
সাভারে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকার নিজ বাড়ি থেকে তার জবাইকৃত মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত নারীর নাম রুমা আক্তার (৩০) তার স্বামীর নাম মোবারক হোসেন।
পুলিশ বলছে, রাতে যে কোন সময় সিঙ্গাপুর প্রবাসী মোবারফ হোসেনের স্ত্রী রুমা আক্তারকে দুর্বৃওরা জবাই করে হত্যা করে ঘর থেকে কিছু স্বর্ণালঙ্কার লুটপাট করে পালিয়ে যায়। পরে সকালে নিজ বাড়ির একটি ঘরে তার রক্তাক্ত মৃতদেহ দেখে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই নারী তার নিজের টিনসেড বাড়িতে একাই থাকতো। কিভাবে ওই নারী খুন হয়েছে বাড়ির ভাড়াটিয়াও জানতে পারেনি। দুর্বৃওরা রাতে ওই নারীর বাসায় কিছু ফল ও খাবার নিয়ে আসেন। ফল ও খাবার গুলো কে খেয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
অপরদিকে সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, দুর্বওরা কি কারণে ওই নারীকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীকে হত্যার আগে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএম/