আর্কাইভ থেকে দুর্ঘটনা

কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্কে দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার হরিনারায়ণপুরে কাজ করতে সেপটিক ট্যাঙ্কে নেমে বিষক্রিয়ায় দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হরিনারায়ণপুরের বক্কর শাহা এর বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্কের সার্টার খোলার জন্য প্রথমে শ্রমিক শাকিল (২২) ভেতরে নামে। দুই তিন মিনিট পর অপর শ্রমিক হান্নান (৩২) ও নিচে নামে। কিছুসময় তাদের সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জানান, মৃতদেহ নিজ নিজ বাড়িতে স্বজনদের কাছে দেওয়া হয়েছে। হান্নান মৃত আলিম মন্ডলের ছেলে ও শাকিল পবোন জোয়ার্দ্দারের ছেলে। দু জনই স্থানীয় আব্দালপুর গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা।

৭ দিন আগে তারা এই সেপটিক ট্যাঙ্কের ঢালাই দিয়েছিলো। আজ তার সার্টার খোলার জন্য সেপটিক ট্যাঙ্কে নামে। প্রথমে বাইরে থেকে ভেতরে হাওয়া প্রবেশের পথ না খোলায় ভেতরের বিষক্রিয়ায় এই দূর্ঘটনা ঘটেছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন