আর্কাইভ থেকে দুর্ঘটনা

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সঙ্গে স্বামী-স্ত্রী’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনায় দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। নিহতরা হলেন খান মোহাম্মদ শাওন ও তার স্ত্রী জান্নাত বেগম।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ওই বাড়ির বারান্দা ঘেষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইন রয়েছে। দুপুর ১২টার দিকে বারান্দা দিয়ে যাওয়ার সময় জান্নাত বেগমের হাতে থাকা ৩/৪ হাত লম্বা একটি লোহার রড বিদ্যুৎ লাইনের সাথে লেগে যায়। জান্নাত বেগম বিদ্যুৎপৃষ্ট হলে স্বামী শাওন তাকে বাঁচাতে গেলে দুজনেই বিদ্যুৎ তাড়িত হয়ে মারা যান।

খবর পেয়ে বাড়ির মালিক মোঃ নাসির উদ্দিন ছাদে উঠে লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তাদের ৪ বছরের একটি কন্যা রয়েছে।

এমএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন