আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান

রাজশাহীর পুঠিয়ায় নকল প্রসাধনী তৈরির কারখানা অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযানে জব্দ করা হয়েছে নকল লতা হারবাল স্কীন স্পট ক্রীম, বিভিন্ন কোম্পানীর বডি লোশন, নামী দামি কোম্পানীর প্রসাধনী তৈরির সরঞ্জামাদি।

বৃহস্পতিবার সকালে পুঠিয়ায় উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের রুবেল হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাড়ীতে অভিযান চালিয়ে এসব নকল প্রসাধনী জব্দ করা হয়।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী জানান, দীর্ঘদিন থেকে পুঠিয়া উপজেলার বিভিন্নস্থানে নকল প্রসাধনী কারখানা তৈরি করে নামি দামি ব্যান্ডের প্রসাধনী তৈরি করে আসছে একটি মহল। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশনের সহযোগিতায় রুবেল নামে এক ব্যক্তির কারখানায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও কর্মচারিরা পালিয়ে যান।

পরে ওই বাড়িতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন ধরনের প্রসাধনী উদ্ধার করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন