আর্কাইভ থেকে আবহাওয়া

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, পানিবন্দি অর্ধ লাখ মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেলো ২৪ ঘণ্টায় পানি বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক দিনের ব্যবধানে বেড়েছে ৯ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আর দুদিন পরই কমতে শুরু করবে যমুনার পানি।

এদিকে অভ্যন্তরীণ নদ-নদী ও চলন বিলের পানি বাড়তে থাকায় জেলার অর্ধ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল।

অপরদিকে, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, আমরা ইতোমধ্যে কিছু এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। জেলার পাঁচটি উপজেলায় ২০০ মেট্রিক টন চাল ও ১ লাখ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া জেলায় ৭২১ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা মজুদ রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন