হাওরে নৌকাডুবি: নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে শামীম মিয়া (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মৃগা হাওরে ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ অপরজনের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিহত শামীম মিয়া মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে এবং নিখোঁজ জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।
পুলিশ জানান, রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রজারকান্দা পাঁচ জেলে নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যায়। প্রচণ্ড ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতরে পাড়ে ফিরতে পারলেও শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হন।
মুনিয়া