পাকিস্তানের ক্রিকেট দলের কোচ মিসবাহ-ওয়াকার পদত্যাগ
আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পদত্যাগ করলেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। তাদের স্থলে অন্তবর্তীকালী দায়িত্বে এসেছেন সাকলাইন মুশতাক ও আব্দুর রাজ্জাক।
বিশ্বকাপের দেড় মাস আগে মিসবাহ-ওয়াকারের পদত্যাগে চিন্তায় পড়েছে পাকিস্তান। আর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজ রয়েছে তাদের। এ মাসের ১৭ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আছে কিউইদের। তাই নিউজিল্যান্ডের সিরিজের জন্য আপাতত দুই সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও সাকলাইন মুশতাককে দায়িত্ব দিয়েছে পিসিবি।
২০১৯ সালে একসাথেই পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ ও ওয়াকার। বোর্ডের সাথে প্রায় এক বছরের চুক্তি এখনও বাকি তাদের।
মিসবাহ বলেন, আমি জ্যামাইকাতে কোয়ারেন্টাইনে থাকাকালীন অনেক কিছু নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। গত ২৪ মাসে আমি কি করেছি, কি করিনি। এছাড়া সামনের আন্তর্জাতিক সূচিগুলো নিয়েও। সামনে যে ব্যস্ত সূচি তাতে আমাকে লম্বা সময় পরিবার থেকে দূরে থাকতে হতো, সাথে জৈব সুরক্ষা বলয় তো আছেই। এ কারণেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
দায়িত্ব ছাড়ার ব্যাপারে ওয়াকার বলেন, মিসবাহ যখন তার সিদ্ধান্ত আমাকে জানায় এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলে, আমার জন্যও তা সহজ হয়ে যায়। কারণ আমরা এক সাথে এই দায়িত্ব নিয়েছিলাম। একসাথে কাজ করেছি, আর এখন আমরা একসাথে সরে দাঁড়াচ্ছি।