জামায়াতের সেক্রেটারিসহ ৯ নেতাকর্মীকে আটক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নয়জন নেতাকর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
উপকমিশনার মো. আসাদুজ্জামান জানান, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।’
রাত পৌনে ৮টার দিকেও সেখানে অভিযান চলছিল বলে ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক জানিয়েছেন।
বিস্তারিত আসছে...