আর্কাইভ থেকে দেশজুড়ে

ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার

কক্সবাজার পর্যটন শহর  ভূমিকম্পে কেঁপে উঠল ।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে।’

তিনি আরও জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।’

তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের জনস্রোত নামে। আনন্দ আর হৈ-হুল্লোড়ে সাগর তীরে মেতে উঠে পর্যটকরা। কিন্তু ছুটির দিনের বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠে শহরটি।

এ সম্পর্কিত আরও পড়ুন