আর্কাইভ থেকে দেশজুড়ে

৪ শিশুকে নদীতে নিক্ষেপ, স্টাফদের বিরুদ্ধে মামলা

ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরগামী একটি লঞ্চ থেকে মেঘনা নদীতে ৪ শিশুকে ফেলে দেয়ার অভিযোগে হত্যাচেষ্টার মামলা হয়েছে অজ্ঞাতনামা লঞ্চ স্টাফদের বিরুদ্ধে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় এ মামলা করেন।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাড়ার টাকা না থাকায় মেঘনা নদীতে লঞ্চ থেকে তাদের ফেলে দেয়া হয় বলে অভিযোগ করে শিশুরা। পরে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন তাদেরকে উদ্ধার করেন। তারা ঢাকার সদরঘাট এলাকা থেকে বিভিন্ন লঞ্চে ঘুরে ঘুরে পানি বিক্রি ও বোতল সংগ্রহের কাজ করে।

ওসি রইছ উদ্দিন বলেন, মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি স্পিডবোটে মেঘনা নদীতে অবস্থানকালে আমি দুই শিশুকে ভাসতে দেখি। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে গেলে আরও দুই শিশুকে দেখতে পাই।  ৪ শিশু একসঙ্গে লঞ্চে পানি বেচতে উঠেছিল বলে তারা জানিয়েছে। কিন্তু ভাড়ার টাকা না থাকায় তাদের লঞ্চ থেকে ফেলে দেয়া হয় বলে ওই শিশুরা অভিযোগ করে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন