আর্কাইভ থেকে বাংলাদেশ

চীনের কয়লাখনিতে অভিযানে ১৯ মরদেহ উদ্ধার

চীনের কয়লাখনিতে দুর্ঘটনায় আটকে পড়া ১৯ শ্রমিককে এক মাস পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
কয়লাখনিতে অভিযানে ১৯ মরদেহ উদ্ধার

গত ১৪ আগস্ট ওই দুর্ঘটনার কবলে পড়েন ২১ জন শ্রমিক। এরমধ্যে শুরুতে একজনকে নিহত ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ১৪ আগস্ট (শনিবার) দুপুরের দিকে কিংহাই প্রদেশের চাইদার কয়লাখনি কাদামাটিতে ঢেকে যায়। চীনে দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে প্রায়শই কয়লাখনিতে দুর্ঘটনা ঘটে।
গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসব্যাপী উদ্ধার অভিযান চলে। উদ্ধার অভিযানে এক হাজার লোক অংশ নেয়। হতাহতদের ভূপৃষ্ঠ থেকে তিন হাজার ৮০০ মিটার নিচ থেকে উদ্ধার করা হয়।
রাষ্ট্রীয় মালিকানাধীন সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, কিংহাই কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণে আগস্টের শুরুতে খনিটির উৎপাদন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

গত জানুয়ারিতে চীনের শানডং প্রদেশে ধসে পড়া খনি থেকে দুই সপ্তাহ পর ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছিল।
ফেব্রুয়ারিতে একই প্রদেশে একটি সোনার খনির বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছিল।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন