আর্কাইভ থেকে ক্রিকেট

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা আটে মোস্তাফিজ

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগ মুহুর্তে এই তালিকার দুই নম্বরে নেমে গেছেন দেশসেরা অলরাউন্ডার। সাকিবের অবনমনের দিন অবশ্য সুখবর পেয়েছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও মেহেদি হাসান। 

কিউইদের বিপক্ষে নিজের খেলা শেষ ম্যাচে সাকিব বল হাতে ছিলেন উইকেটশূন্য, রান করেছেন মোটে ৮। তাতেই ১৬ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন দুইয়ে। আর শীর্ষে চলে যাওয়া মোহাম্মদ নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি। 

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। র‍্যাংকিংয়েও পড়েছে তাঁর প্রভাব। আগের অবস্থান ১০ থেকে ২ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৮-এ। 

মোস্তাফিজের মতো উন্নতি হয়েছে দুই স্পিনার নাসুম-মেহেদির। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে চলে এসেছেন এরা দুজন। ২৫ ধাপ এগিয়ে নাসুম চলে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা ২০-এ, বর্তমানে তার অবস্থান ১৫। আর মেহেদি হাসান ৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ২০-এ। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন