বরিশালে ব্রিজ ভেঙে ট্রাক খালে
বরিশালের বানারীপাড়া সড়কে মাধবপাশা বেইলী ব্রীজ পাথর বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে। এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও এলাকাবাসি।
বুধবার (১৫ সেপ্টেম্বের) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাথর বোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিলো। ব্রীজের মাঝামাঝি পৌঁছার পর ব্রীজটি ভেঙে পড়ে। ভিতরে ড্রাইভার ও হেলপার আটকা পড়েন। পরে তাদের গ্লাস ভেঙে বের করেন স্থানীয়রা। তবে এই ঘটনায় এই দুজন ছাড়া আর কোনো মানুষ হতাহত হয়নি।
মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, এই ব্রীজটি বছর দেড়েক আগেও আরও একবার ভেঙে পরেছিলো। কতৃপক্ষের গাফলতির কারণেই একই ঘটনা ঘটছে বার বার।
নির্মাণাধীন ব্রীজের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো: শেখ ফরিদ বলেন, প্রজেক্টের সিকিউরিটি গার্ডের নিষেধ সত্বেও ট্রাকটি ব্রীজের উপর ওঠায় এই দুর্ঘটনা ঘটে।
মুনিয়া