আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে গোপন ভিডিও করে প্রতারণাকারী যুবক গ্রেপ্তার

রাজশাহীতে গোপনে ভিডিও ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম নিয়ামুল হোসেন রাতুল। তার বাড়ি চন্দ্রিমা থানা এলাকায়।

বুধবার(১৫ সেপ্টেম্বর) সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর দুপুরে নগর পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেপ্তারকৃত রাতুল তার প্রতিবেশী এক নারীর ঘরের জানালা দিয়ে কিছু ভিডিও ও ছবি তুলে। পরে ওই নারীকে বিভিন্নভাবে হয়রানি ও ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এরই প্রেক্ষিতে ওই নারী নগরীর চন্দ্রিমা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় রাতুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রাতুল এভাবে নারীদের ব্লাকমেইল করে অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে হয়রানি ও টাকা হাতিয়ে নিতো। রাতুলের বিরুদ্ধে পুর্নোগ্রাফী আইনে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন