আর্কাইভ থেকে দেশজুড়ে

নড়াইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নড়াইলে সড়ক দুর্ঘটনায়, ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছে। গেলোরাতে, জেলার কালিয়া-বড়দিয়া সড়কের সিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ডুবে যায়। এতে দুইজন নিহত হন। 

নিহতরা হলেন, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান রাসেল সুইট ও স্থানীয় একটি কলেজের কর্মচারী শওকত সর্দার। এসময় মাদ্রাসার শিক্ষক মো. ওলিউল্লাহ বেঁচে যান। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিক নিজ প্রাইভেটকারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান খান রাসল সুইট।

পথিমধ্যে ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালের পানিতে ডুবে ইউপি চেয়ারম্যান সুইট ও তার সহযোগী শওকত মারা যান।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী মারা গেছেন বলে স্থানীয় কাছ থেকে জানাতে পেড়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন