ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ভাষা শহীদদের প্রতি এমএসজে অ্যালামনাইয়ের শ্রদ্ধা নিবেদন
আজ অমর একুশে ফেব্রুয়ারি। উর্দুর পাশাপাশি প্রাণের ভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দূর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা।
মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হচ্ছে। অমর একুশের সকালে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউল্যাব পরিবার।
এসময় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউল্যাবের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রথমেই ইউল্যাবের 'ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ' এর পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। এরপর ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অবঃ) ফয়জুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় বাজছিল অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। সেখানে বক্তব্য প্রদান করেন অধ্যাপক মনজুরুল ইসলাম।