প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ শীতল করে দিক : আজহারী
দীর্ঘ সাড়ে ৭ বছর পর সেই অপেক্ষার অবসান হলো; সরাসরি দেখা হলো মা ও ছেলের। মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; সেখানে সৃষ্টি হয় এক আবেকঘন পরিবেশের। মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান।
মা-ছেলের এ মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হলো।
দীর্ঘদিন পর মায়ের বুকে সন্তান-বিষয়টিকে হৃদয় প্রশান্তকারী উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।
বুধবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!
চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আর কোনো বিদেশ সফর হয়নি। সামনা-সামনি দেখাও হয়নি মা-ছেলের। আজ তাদের মধ্যে দেখা হলো।
জেএইচ