বিয়ের জন্য ফিডিং বোতলে রুদ্রনীলের মদ্যপান!
ভারতের পশ্চিমবঙ্গে মিডিয়া পাড়া হিসেবে পরিচিত টলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ অভিনেতা রুদ্রনীল ঘোষ। নানা সময়ে তাঁর বিয়ে নিয়ে নানা রটনা রটেছে। প্রায় ১০ বছর ধরে তাঁর বিয়ে করার প্ল্যান রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না! এখনও তিনি ব্যাচেলর। এমতাবস্থায় বিয়ের কামনা করে রুদ্রনীল ঘোষকে ফিডিং বোতল দিয়ে পান করানো হয় মদ।
গেলো সোমবার (৬ জানুয়ারি) ছিল এই অভিনেতার জন্মদিন। এদিন পঞ্চাশে পা রাখলেন অভিনেতা। তার বিশেষ দিনটিতে ঘটে যায় এই অভূতপূর্ব এ ঘটনা। আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাদ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সোমবার নিজের জন্মদিনে জমকালো পার্টির আয়োজন করেছিলেন রুদ্রনীল।
অতিথি তালিকায় ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, শিলাজিৎ, জীতু কমল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো ব্যক্তিত্ব। সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এসেছিলেন। উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপাঞ্জনা মিত্র, অনন্যা চট্টোপাধ্যায়, রণজয় বিষ্ণু, ঋষভ বসু, সৌরভ দাস, দর্শনা বণিকসহ এক ঝাঁক তারকা অভিনেতা।
সেখানেই এক অতিথি রুদ্রনীলের জন্য ফিডিং বোতলে মদ ভরে এনেছিলেন। তা দেখেই অভিনেতা বলেন, ‘বোতল দিয়েছে যাতে আমার বিয়ে হয়, সংসার হয় সেই জন্য।’ অভিনেতার কথা শেষ হতে না হতেই ফিডিং বোতলটি দিয়ে তাঁকে মদ্যপান করানো হয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই ঘটনা।
ওই জন্মদিনের পার্টিতে চিত্রনাট্যকর পদ্মনাভ দাশগুপ্ত নাকি বরের পোশাকের প্রতীক হিসেবে প্রিয় রুডিকে পাজামা-পাঞ্জাবিও দিয়েছেন। রুদ্রনীলের হাত ধরে রূপা গঙ্গোপাধ্যায়কে নাচতেও দেখা গিয়েছে। আবার প্রিয় বন্ধুর অনুষ্ঠানে গানও গেয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ।
এর আগে বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানিয়েছিলেন, বন্ধু পরমব্রতর মতোই তিনিও হঠাৎ করে বিয়ে করে ফেলতে চান। প্রায় ১০ বছর ধরে তাঁর বিয়ে করার প্ল্যান রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না!
এমআর//