খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মার্টিন গাপটিল

ছবি: গেটি ইমেজ

নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গাপটিলের বয়স যখন ৩৮, তখন তিনি এই ঘোষণা দিলেন।

গাপটিলের ১৪ বছরের লম্বা ক্যারিয়ার ছিল। এই ডানহাতি ব্যাটার ৩৬৭ ম্যাচ খেলেছেন সব সংস্করণ মিলে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তার ক্যারিয়ার শেষ করলেন গাপটিল। ১২২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩ হাজার ৫৩১ রান সংগ্রহ করেছেন এই ব্যাটার। কিউইদের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে তৃতীয় স্থানে গাপটিল। পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার সংগ্রহে ৭ হাজার ৩৪৬ রান। তার ওপরে আছেন রস টেইলর ও স্টিফেন ফ্লেমিং।

অবসর বার্তায় গাপটিল বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা। এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, গর্বিত মনে করি- যে আমি ৩৬৭ ম্যাচ খেলেছি দেশের হয়ে। আমি সবসময় এই স্মৃতি স্মরণ করে যাব, দারুণ এক দলের হয়ে সিলভার ফার্ন পরে খেলেছি।‘

‘আমি আমার সতীর্থ ও কোচিং কর্মকর্তাদের বড় একটি ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে মার্ক ও ডোনেল, যিনি আমার আন্ডার-নাইনটিন সময় থেকে কোচিং করিয়েছেন। আমার পুরো ক্যারিয়ারে তিনি সমর্থন ও জ্ঞানের সরবরাহ করেছেন।‘

টেস্ট সংস্করণে ৪৭ টি ম্যাচ খেলে ২ হাজার ৫৮৬ রান করেছেন গাপটিল। তার তিনটি টেস্টে সেঞ্চুরি রয়েছে; বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন